বিড়ির ট্যাক্স প্রত্যাহার দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বিডি শিল্পের ওপর ট্যাক্স বৃদ্ধি বৈষম্যমূলক আখ্যায়িত করে মানববন্ধন করেছে বিডি শিল্পের শ্রমিকরা। বাংলাদেশ বিডি শ্রমিক ও কর্মচারী পরিষদ গতকাল বেলা ১১টায় যশোর প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিড়ি শ্রমিক ফেডারেশন দক্ষিণাঞ্চলের আহ্বায়ক মো. ফজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. মায়া বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ৪ টাকা হারে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। যা শতকরা বৃদ্ধির হার ২৮ দশমিক ৫৭ ভাগ। অন্যদিকে, কম দামী সিগারেটের প্রতি প্যাকেটে বৃদ্ধি করা হয়েছে মাত্র ২ টাকা। যার শতকরা বৃদ্ধির হার ৫ দশমিক ৪১ ভাগ। সিগারেটের চেয়ে বিড়ির প্রতি প্যাকেটে ২ টাকা বেশি ধার্য করা হয়েছে। বিদেশী কোম্পানিকে সুবিধা দিতে এটি করা হয়েছে উল্লেখ করে বক্তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এছাড়া মানববন্ধনে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নকল বিড়ির ব্যবসা বন্ধসহ ৬ দফা দাবি জানান।