করোনা: জাকার্তায় ব্যবসা চালুর অনুমোদন, বন্ধ থাকবে স্কুল

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে জারি লকডাউন শিথিল হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। চলতি সপ্তাহে শহরটিতে লকডাউনে বন্ধ থাকা ব্যবসাগুলো খোলার অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত শুক্রবার থেকেই মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে আংশিকভাবে প্রার্থনার অনুমোদন দেয়া হয়েছে। তবে আগামী মাস পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, সোমবার থেকে জাকার্তায় অফিস, রেস্তোরাঁ ও দোকানপাট খোলার অনুমোদন দেয়া হয়েছে। তবে দোকানে কর্মচারীর সংখ্যা সীমিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, একসঙ্গে দোকানে গ্রাহকদের উপস্থিতিও কম রাখতে হবে। চালু করা হয়েছে গণপরিবহনও।
তবে যাত্রীদের সংখ্যা সীমিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। লকডাউনে বিকল হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় শিথিল হচ্ছে এসব বিধিনিষেধ। তবে আগামী মাসের শেষ অবধি স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড পরিমাণ আক্রান্ত শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৯৩ জন। এতে অনেকে আশঙ্কা করেছেন, দেশজুড়ে ভাইরাসটির তাণ্ডব বেড়েই চলেছে। এর কয়েকদিন পরই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজধানী কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৮৬ জন। মারা গেছেন ১ হাজার ৮৫১ জন।