সুন্দরবনে কাঠ কাটার সময় তিনজন আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে গাড়ার দোরা খালে অবৈধ অনুপ্রবেশ করে কাঠ কাটার সময় ৩ পাচারকারীকে আটক করেছেন কলাগাছিয়া টহল ফাঁড়ির বন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে কলাগাছিয়া টহল ফাঁড়ির কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে সদস্যরা গাড়ার দোরা খালে অভিযান চালিয়ে কাঠভর্তি নৌকাসহ ওই পাচারকারীদের আটক করেন। আটককৃতরা হলেন-গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের আজবাহার শেখের ছেলে আব্দুল আলিম শেখ (৩০), একই গ্রামের দাউদ বৈদ্যের ছেলে হাফিজুর বৈদ্য (৩৮) ও সাজ্জাদ শেখের ছেলে আলমগীর শেখ (২০)। তাদের কাছ থেকে ৮৫ পিস গরান কাঠ, একটি নৌকা ও কাঠ কাটার কোরাতসহ বিভিন্ন মামলামাল জব্দ করা হয়েছে।