লোহাগড়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু একজনের

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে রেজাউল করিম (৪৪) নামের একব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। রাজধানী ঢাকা থেকে ফেরার তিনদিন পর গত বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে রেজাউল করিম ঢাকার একটি সিকিউরিটি কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি আজিমপুর এলাকায় থাকতেন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ঈদের দিন বিকেলে তিনি গ্রামের বাড়িতে আসেন। তিনদিন পর গত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয় নিজ বাড়িতে। রাত ১২ টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। লোহাগড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতেই মৃতের দাফন সম্পন্ন হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনা পরীার জন্য নমুনা সংগ্রহ করা যায়নি। তবে মৃত ব্যক্তির পরিবারসহ প্রতিবেশী ২৭ জনের নমুনা শুক্রবার সংগ্রহ করে পরীার জন্য পাঠানো হয়েছে।