খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪৬ জনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার॥ খুলনা বিভাগের ১০ জেলায় এক দিনে সর্বোচ্চ ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে চুয়াডাঙ্গায় ৩৫ জন, যশোরে ১১ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০১ জনে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যশোর জেলায়। জেলায় ৯০ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ মে) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের। সুস্থ হয়েছেন ৮৯ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।’ খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন। এছাড়া, ঝিনাইদহে ৪৩ জন, কুষ্টিয়ায় ২২ জন, খুলনা ও মাগুরায় ১৯ জন, নড়াইলে ১৫, বাগেরহাট জেলায় সাতজন, মেহেরপুর জেলায় ছয়জন ও সাতক্ষীরা জেলায় দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন।