আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প’র ত্রান বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প ( এবিসিএইচ) নামে একটি ফেসবুক গ্রুপ ঝিনাইদহ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছে। লকডাউনে কর্মহীন অসহায় দরিদ্র মানুষগুলো যাতে ঈদের দিন তাদের পরিবার ও সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারে সেজন্য প্রতিটি প্যাকেটে পোলাও চাল, চিনি, সেমাই, ডাল, সয়াবিন তেল, আলু, পেয়াজ এবং রসুন দেয়া হয়। স্থানীয় ভাবে কৃষ্ণপুরের যুবসমাজের প থেকে বর্ণ আরেফিন, সজল, রিজু, মোদাচ্ছের, তপু, মিরাজ, স্বাধীন, আশিক, অনি, স্বজন, রবিন, টিটোন, নয়ন, শুভ, মিজু এবং অনেকে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। এবিসিএইচ গ্রুপের এ্যাডমিন ও ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী তরিকুল ইসলাম মিঠু জানান, আমেরিকার নিউইয়র্ক সিটিতে মৃত্যুর মিছিল চলছে। প্রবাসী বাঙালীরা অনেক কস্টের মাঝে আছেন। তারপরও তারা নিজের জ¤œভুমির মানুষদের কথা মোটেও ভোলেননি। নিজেদের দুঃসময়েও তারা কস্টার্জিত আয় থেকে বাংলাদেশে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আর এই মহত কাজে মিডিয়া হিসাবে সহযোগিতা করছে ফেসবুক গ্রুপ এবিসিএইচ। ভবিষ্যতে এই কার্য্যক্রম অব্যাহত থাকবে বলে মিঠু জানান।