মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের খাদ্য সহায়তা প্রদান

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কর্মহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে বুধবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা আশার সহযোগীতায় খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের ্উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। উপজেলা ১৬ ই্উনিয়নের ১৬০ জন মুক্তিযোদ্ধাকে এ সঞায়তা প্রদান করা হয়।