এক ‘বৃষ্টিধারা’য় অপূর্বর সঙ্গে মম

0

লোকসমাজ ডেস্ক॥ ঈদের বিশেষ একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। এই জুটিকে নিয়ে ‘বৃষ্টিধারা’ নামের নাটক নির্মাণ করেছেন নির্মাতা আসাদুজ্জামান আসাদ।
এই নির্মাতা জানান, নাটকটিতে অপূর্ব অভিনয় করেছেন রায়হান চরিত্রে, বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন মম। ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, এর আগেও আসাদের নির্দেশনায় দুটি নাটকে অভিনয় করেছি। নির্মাণের ক্ষেত্রে তার আন্তরিকতার কমতি থাকে না। যথেষ্ট ধৈর্য্য নিয়ে বুঝে নাটক নির্মাণ করে। যতটা পেরেছি সহযোগিতা করেছি। আশা করছি নাটকটি ভালো লাগবে দর্শকের।
জাকিয়া বারী মম বলেন, অপূর্ব এই সময়ে একজন আপাদমস্তক অভিনেতা। আমি একজন সহকর্মী হিসেবেই তার কাজে মুগ্ধ, এমনটি নয়। একজন দর্শক হিসেবেও তার কাজের ভক্ত আমি। এই কাজে দু’জনেই যথেষ্ঠ ভালো করার চেষ্টা করেছি।