রাষ্ট্রয়াত্ব পাটকল সংগ্রাম পরিষদের জরুরী সভায় সকল রাষ্ট্রয়াত্ব মিলে কর্মসুচি ঘোষনা

0

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ রাষ্ট্রয়াত্ব পাটকল সংগ্রাম পরিষদের জরুরি সভা শনিবার আলীম জুট মিল ওয়াকার্স ইউনিয়ন কার্য়ালয়ে অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক ও প্লাটিনাম জুট মিলেন সিবিএ সভাপতি সাহানা শািরমিন সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংগ্রাম পরিষদের আহবায়ক আলীম জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক আঃ হামিদ সরদার, ক্রিসেন্ট জুট মিলের সভাপতি দীন ইসলাম,ষ্টার জুট মিলের সভাপতি বিল্লাল হোসেন,দৌলতপুর জুট মিলের সভাপতি হেমায়েত উদ্দিন, খালিশপুর জুট মিলের সভাপতি আবুদাউদ খান, ক্রিসেন্টে জুট মিলের সাবেক সভাপতি মুরাদ হোসেন, ইষ্টার্নজুট মিলের সভাপতি মোঃ আলাউদ্দিন, আলীম জুট মিল সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, দৌলতপুর জুট মিলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ফিরোজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন আলীম জুট মিলের মালিকানা ষড়যন্ত্র নাটক বন্ধ করতে হবে। আলিমজুট মিলের শ্রমিকদের ১৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের চার মাসের বেতন এবং রাষ্ট্রয়াত্ব সকল পাটকলের বোনাস সহ বিল বেতন পরিশোধের দাবীতে সংগ্রাম পরিষদের সভায় ৩ দিনের কর্মসুচি ঘোষনা করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে আজ ১১ মে সোমবার সকাল ১০টায় স্বস্ব মিল গেটে গেট সভা, ১৩ ও ১৪ মে বুধ এবং বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজপথে বিক্ষোভ মিছিল । তাদের সকল দাবী ১৪ মে ভিতর না মানা হলে ১৫ মে শুক্রবার সংগ্রাম পরিষদ শ্রমিক জনসভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবোরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।