এবি পার্টিতে জাপা নেতাকর্মীদের যোগ

0

লোকসমাজ ডেস্ক॥ জামায়াত থেকে বেরিয়ে আসা নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন জাতীয় পার্টির (ডা.মতিন) সাবেক মহাসচিব ও জাতীয় যুব কমান্ড এর সভাপতি বি. এম নাজমুল হকের নেতৃত্বে ঢাকা মহানগরীর বেশ কয়েকজন নেতাকর্মী। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টির আহ্বায়ক, সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর হাতে করোনায় আক্রান্ত সুবিধাবঞ্চিতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন দলটিতে যোগ দেন জাপা নেতাকর্মীরা। পার্টির সহকারী সদস্য সচিব এ বি এম খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের নেতা অধ্যাপক ডাক্তার মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ‌্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আমিনুল ইসলাম, আনোয়ার সাদাত টুটুল, উবাইদুল্লাহ মামুন, শাহ আব্দুর রহমান, অ‌্যাডভোকেট সাঈদ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এফ এম সোলায়মান চৌধুরী যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানান এবং সবাইকে বৈশ্বিক মহামারির এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এবি পার্টিতে নতুন নেতা বি.এম নাজমুল হক বলেন, করোনা সংকটের এই সময়ে সরকার দিনে আনা দিনে খাওয়া হতদরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে সম্মানজনকভাবে খাদ্য সামগ্রী পৌঁছাতে ব্যর্থ হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে বরং সরকারের গঠনমূলক সমালোচনার পরিবর্তে স্বেচ্ছা ঘরবন্দি হয়ে আছেন। এমন সময়ে আমার বাংলাদেশ পার্টির এই জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গণতান্ত্রিক রূপরেখা অনুযায়ী চলছে না, কার্যকর বিরোধী দল না থাকার এই দৃষ্টান্ত স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিরল। করোনা পরিস্থিতির এই সময়ে বি.এম নাজমুল হকের নেতৃত্বে এবিপার্টিতে যোগদানকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিকে আরও বেগবান করবে।