বেনাপোল বন্দরে আবারও বন্ধ আমদানি-রপ্তানি

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বেনাপোল বন্দরে আবারও বন্ধ হয়ে গেছে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে দুপাড়েই নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ পচনশীল পণ্য আটকা পরে নষ্ট হচ্ছে। ট্রাক চালকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় ভারতের বনগাঁ তৃণমূল কংগ্রেসের আন্দোলনের মুখে বেনাপোল বন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৪১ দিন বন্ধ থাকার পর ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে গত বৃহস্পতিবার দুপুর থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। গত ২ দিনে ভারত থেকে ১৫ ট্রাক পাট বীজ, মেস্তা বীজ ও ভুট্টা বীজ আমদানি হয়। যদিও লাইনে রয়েছে নিত্য প্রয়োজনীয় বহু পণ্যসামগ্রী।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, সরকারিভাবে বা কাস্টমসের প থেকে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়নি। ট্রাক ড্রাইভারদের মাধ্যমে করোনা ছড়াতে পারে, এমন অজুহাতে তৃণমূল কংগ্রেসের বনগাঁ উত্তরের সাবেক এমএলএ গোপাল শেঠ ও পৌর মেয়র শংকর আঢ্য ডাকু জনগণকে রাস্তায় নামিয়ে দিয়ে আন্দোলন করে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারত থেকে ২দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। নোম্যান্সল্যান্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনেই পণ্য ট্রান্সশিপমেন্ট করা হয়েছে। ভারতের বনগাও এলাকার জনগণের আন্দোলনের জন্য পণ্য আমদানি হয়নি। পেট্রাপোল বন্দর থেকে পণ্য আসলে বেনাপোল বন্দরের প থেকে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করা হবে।