চৌগাছায় গৃহবধূকে আত্মহত্যা প্ররোচণার মামলায় শাশুড়িসহ ৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার তিলকপুরের গৃহবধূ লায়লাতুন জান্নাত আত্মহত্যা প্ররোচণার মামলায় শাশুড়ি জুলেখা বেগমসহ ৩ আসামিকে গত শনিবার রাতে আটক করেছে পুলিশ। অপর দুজন হচ্ছেন-গৃহবধূর ননদ ইসমাতারা ওরফে তারা বেগম ও দেবর বকুল মন্ডলের স্ত্রী মর্জিনা পারভীন মনি।
পুলিশ জানায়, গৃহবধূ লায়লাতুন জান্নাতকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গত ১ মে তার পিতা অ্যাড. শেখ তায়েব আলী ৫ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি মামলা করেন। আসামিরা হচ্ছেন-গৃহবধূর স্বামী এনামুল কবীর ইসমাইল, দেবর হাসান মন্ডল,বকুল মন্ডল, ননদ তারা বেগম, শ্বশুর একসের আলী মন্ডল, শাশুড়ি জুলেখা বেগম ও বকুল মন্ডলের স্ত্রী মনি বেগম। এদের মধ্যে জুলেখা বেগম, তারা বেগম ও মর্জিনা পারভীন মনিকে গত শনিবার রাতে আটক করা হয়। পরদিন রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে জুলেখা বেগম, তারা বেগম ও মর্জিনা পারভীন মনির জামিন আবেদন করা হয়। এ সময় শুনানি শেষে আদালত জুলেখা বেগম ও মর্জিনা পারভীনের জামিন মঞ্জুর করেন। অপর আসামি তারা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।