চৌগাছায় আরো একজন চিকিৎসকসহ ১২ জন করোনা পজিটিভ

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বুধবার নতুন করে আরো একজন করোনা পজিটিভ হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থকমপ্লেক্সের চিকিসৎক। চৌগাছায় মোট আক্রান্ত ১২ জনের মধ্যে ২ জন চিকিৎসক ৩ জন সেবিকা রয়েছেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবারে উপজেলা থেকে ১৮ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩ টি নমুনা পরীক্ষা করে ৪ টি পজিটিভ হয়। পরবর্তীতে বাকি চারটি নমুনার পরীক্ষা করে ১ জন চিকিৎসকের পজিটিভ হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার উপজেলা থেকে ৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই ৯ টি নমুনার রিজাল্ট এখনো পাওয়া যায়নি। চৌগাছায় ২২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত উপজেলায় মোট ১২ জন করোনা পজিটিভ হয়েছেন। যার মধ্যে ২ জন চিকিৎসক ৩ জন সেবিকা, ১ জন গার্মেন্টস কর্মী, ১ জন স্কুল ছাত্র, ৩ জন গৃহীনি, ১ জন বাস চালক ও ১ জন ঔষধ কোম্পানীর প্রতিনিধি রয়েছেন। রোগীরা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।