যশোরে ১২ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ১৫ জনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে দুই চিকিৎসক এবং ১০ স্বাস্থ্যকর্মী রয়েছেন। দুই চিকিৎসকের মধ্যে একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সব মিলিয়ে বর্তমানে যশোরে করোনা পজিটিভের সংখ্যা ৩০ জন। রবিবার (২৬ এপ্রিল) যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন তিনি আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, চৌগাছা থেকে গতকাল ১৭ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৪টি নমুনা পরীক্ষা করে দুই জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন। এদিকে রবিবার সকাল পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত ফলাফলে যশোরে ৪২টি নমুনা পরীক্ষা করে ১৫টি পজিটিভ পাওয়া যায়।