মহেশপুর হাসপাতালের ড্রাইভার ফারুক করোনায় আক্রান্ত

0

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর হাসপাতালের ড্রাইভার ফারুক করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীর হোম কোরান্টেইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহেশপুর হাসপাতালের টিএইচও আনজুমান আরা জানান, একজন ডাক্তার ও ফারুক সহ আরো এক ড্রাইভারের নমুনা পরীক্ষার জন্য যশোর বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। আজ রোববার সকালে দুই জনের নেগেটিব আসলেও ড্রাইভার ফারুকের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ রিপোট আসে। তিনি আরো জানান, রিপোট আসার পরেই হাসপাতালের সামনে তার বাড়ী লক ডাউন করে দেওয়া হয়েছে। এবং তাকে একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।