চৌগাছায় আইসোলেশনে থাকা করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় (৬০) বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ। নিহত ৬০ বছরের বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পরীার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া মৃত ব্যাক্তির সংস্পর্শে আসা আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বৃদ্ধ শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালের ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ৬০ বছরের ব্যাক্তির বাড়ী জেলার চৌগাছা উপজেলায়। বর্তমানে তার মৃতদেহ আমাদের হেফাজতে রয়েছে। মৃত ব্যাক্তির মনুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর সঠিকটা বলা যাবে।