শ্যামনগরে পাউবো বেড়িবাধ কেটে অবৈধ ভাবে পাইপ স্থাপনের অভিযোগ

0

শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতক্ষীরা)॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মধ্যে একমাত্র নদী ভাঙ্গন কবলিত দ্বীপ ইউনিয়ন গাবুরা। যার চারিপার্শ্বে বিশাল খোলপেটুয়া ও কপাতক্ষ নদী। পানি উন্নয়ন বোর্ডের পাউবো’র বেড়িবাঁধ কেটে অবৈধভাবে পাইপ স্থাপন করেছে কতিপয় ব্যক্তি। সোমবার রাতের আধারে চকবারা গ্রামে ভাঙ্গন কবলিত স্থানে বেড়িবাঁধ কেটে পাইব বসানো হয়েছে। যে কোন মুহূর্তে গাবুরা ইউনিয়ন বেড়িবাঁধ ভেঙ্গে আইলার মত অনাকাঙ্খিত ঘটনায় আবারো ভয়াবহ বিপর্যয় হতে পারে এমন শঙ্কায় গাবুরাবাসী।
গবুরার ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, কিছু ব্যক্তি গায়ের জোরে নিজেদের স্বার্থের জন্য পাউবো’র বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়েছে। এতে সরকারের কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধে পুনরায় ভাঙন সৃষ্টি হতে পারে। বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট ১৫নং পোল্ডরের দায়িত্বরত সেকশন অফিসার (এস.ও) সাজ্জাত হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় নজরুল শেখের নেতৃত্বে পাউবো’র বেড়িবাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ করা হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (এক্স.এন) আবুল খায়ের বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।