চৌগাছায় করোনা মোকাবেলায় ৫ পয়েন্টে মাইক বসিয়ে প্রচারণা

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পৌরশহরে পাঁচটি মোড়ে মাইক বসিয়ে প্রচারণা করছে পৌর কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকে এই মাইক চালু করা হয়েছে। পৌর শহরের পাঁচ মোড়ে বসানো মাইকে সর্বকক্ষন পবিত্র আলকোরান তেলাওয়াত বাজানো হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের সতর্কবার্তার কথা বলা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ রেকর্ডিং কোরান তেলাওয়াত প্রচার করছে। পাশাপাশি পৌর কর্মকর্তারা করোনাভাইরাস নিয়ে মাইকে নানাভাবে সতর্ক করছেন। যাতে পৌরবাসী ও শহরে কেনাকাটা করতে আসা জনসাধারণ সতর্ক হন।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাইকে ঘোষণা করার ফলে জনসাধারণ তাদেও কেনাকাটাসহ জরুরী কাজ দ্রুত শেষ করে শহর ত্যাগ করছেন। সেনা টহল বা ম্যাজিষ্ট্রেট টহলে না আসা পর্যন্ত বাজারের ভিড় থামতেই চাইতো না। পৌর কর্তৃপক্ষের এই মাইকে ঘোষণার ফলে সেনা সদস্য ও ম্যাজিষ্ট্রেট টহলে আসার আগেই বাজারে জনসমাগম কমতে দেখা গেছে। মাইকে বারবার বলা হচ্ছে যারা জরুরি প্রয়োজনে বাজারে এসেছেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শেষ কওে শহর ত্যাগ করেন। অন্য দিনের তুলনায় আজ মানুষ তড়িঘড়ি করে বাজারের কাজ সেরে বাড়ি ফিরে যান। একই সাথে সতর্ক করা হচ্ছে নির্দেশনা না মানলে প্রশাসনের প থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে। ফলে মানুষ অনেকটা সতর্কতা ভাবেই কাজ শেষে বাড়ী ফিওে গেছেন।