সারাদেশে ৫ লাখ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে বিএনপি

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে মতাসীনদের সমালোচনার কড়া জবাব দিয়েছে দলটি। বিএনপি এখন পর্যন্ত পাঁচ লাখ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে নানামুখী মূল্যায়ন ও করণীয় তুলে ধরে তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দৃঢ়তার সঙ্গে বলছি- সর্বশক্তি নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, জনগণের পাশে থাকব, ইনশা আল্লাহ। নিজেদের ভয়ংকর ও মারাত্মক ভুলগুলো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য বিএনপির সমালোচনায় ব্যস্ত সরকার।’ইতোমধ্যে সারাদেশে কমপে পাঁচ লাখ পরিবারের কাছে বিএনপি দেওয়া সাহায্য পৌঁছে গেছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাসে এখন ভয়াবহ অদৃশ্য দানবের মতো গোটা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। চারদিকে অন্ধকার আর হতাশা। সামনের দিনে পরিস্থিতি কী দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না। সবাই ধারণা করছেন, বহু মানুষের প্রাণহানি ঘটবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিদের কথা শুনে মনে হয় তারা সিরিয়াস নন, বরং বিএনপির সমালোচনা করছেন। অথচ ২৪ মার্চ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মসূচি স্থগিত করেছেন। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেছেন।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের- তথ্যমন্ত্রী সাহেব কোনো তথ্য দিতে পারেন না। তিনি বারবার বলে যাচ্ছেন, এমনকি আওয়ামী লীগের লোকেরাও বলছেন যে, আমরা (বিএনপি) কোনো কাজ না করেই শুধু কথাই বলছি। এটা একেবারে সত্য নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশনা মোতাবেক সারা দেশে দলের নেতাকর্মীরা নিজেদের নিরাপদে রেখে বিপর্যস্ত মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটা জেলা-উপজেলায় আমাদের দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এর বাইরে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব নানাভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে।’ তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে- আমরা তো একেবারে বিরোধী দল। আমাদের যারা ব্যবসা-বাণিজ্য করতেন, উপজেলা থেকে শুরু করে একেবারে ওপরে পর্যন্ত, তাদের সকলের ব্যবসা-বাণিজ্য কিন্তু নেই বললেই চলে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদেরকে বিভিন্ন সমস্যা তৈরি করা হয়। যারা দোকান করেন তাদের দোকান নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যেও আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (সরকার) এই কথাগুলো (বিএনপির প্রতি অভিযোগ) বলে শুধু তাদের যে ভয়ংকর এবং মারাত্মক ভুলগুলো হচ্ছে, সেগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য।’