প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্র থেকে ভেন্টিলেটর নেবে রাশিয়া: ক্রেমলিন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভেন্টিলেটর গ্রহণ করবে রাশিয়া। দেশটির ভেন্টিলেটর প্রয়োজন বলে ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণার পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক বক্তব্যে এমনটা জানান। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে যদি প্রয়োজন হয় তাহলে রাশিয়ায় জাহাজভর্তি ভেন্টিলেটর পাঠানো নিয়ে ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করবে রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, চলতি মাসের শুরুতে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে করোনা মহামারি নিয়ে আলোচনা হয়। ওই ফোনালাপের পর একটি রুশ সামরিক বিমান নিউ ইয়র্কে ভেন্টিলেটর ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জামাদি দিয়েছিল। মস্কো ওই সব সরঞ্জামাদিকে যুক্তরাষ্ট্রের জন্য মানবিক সহায়তা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সরঞ্জামগুলো কিনে নিয়েছে। সম্প্রতি রাশিয়ায় করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩২ জন। আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৯৩৮ জন। বুধবার রাশিয়ার পরিস্থিতি টেনে ট্রাম্প বলেন, আমি মনে করি রাশিয়ার ভেন্টিলেটরের প্রয়োজন। মস্কোতে তারা কঠিন সময় পার করছে। আমরা তাদের সাহায্য করবো। তিনি আরো বলেন, ইতালি, স্পেন ও ফ্রান্সেও ভেন্টিলেটর পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, করোনা ভাইরাসে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে ইতিমধ্যে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৩১ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৯ হাজারের বেশি।