করোনা মোকাবিলায় ঝিনাইদহে কিনিক মালিকরা দিলেন ৪০ শয্যা

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ করোনা পরিস্থিতি মোকাবিলায় ঝিনাইদহ শহরের প্রাইভেট হাসপাতালের মালিকরা ৪০ শয্যা দিতে সম্মত হয়েছেন। এই সংটকময় মুহূর্তে কিনিকে আরও এক শ শয্যা দিতে প্রস্তুত রয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগমের ডাকা এক জরুরি সভায় কিনিক মালিকরা তাদের এই মনোভাবের কথা জানান।
সিভিল সার্জন অফিসে আয়োজিত ওই সভায় ঝিনাইদহ জেলা প্রাইভেট হাসপাতাল কিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আল-ফালাহ হাসপাতালের এমডি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন কিনিক মালিক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। সভায় জানানো হয় করোনা ভাইরাসে আক্রান্ত অথবা সাসপেক্টেড রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ইউনিটের জন্য আল-ফালাহ হাসপাতাল, প্রিন্স হাসপাতাল, আল আমিন হাসপাতাল, হাসান কিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, শামীমা কিনিক, তাসলিম কিনিক ও রাবেয়া হাসপাতালের প থেকে ৪০টি বেড দেওয়া হয়।