ইউনিক হাসপাতালের ২৬ কর্মচারী ও সেবিকাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসকে কেন্দ্র করে লকডাউনের মধ্যে পড়ে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল ২৬ জন সেবিকা ও কর্মচারীকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইউনিক হসপিটাল নামে ওই প্রতিষ্ঠানে বর্তমানে ৩ জন সেবিকাসহ ৮ জন কাজ করছেন। কর্মচারীরা জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ে সর্বত্রই লকডাউন চলছে। চিকিৎসকগণও তেমন একটা চেম্বারে বসছেন না। ফলে, হাসপাতালে রোগী হচ্ছে না। কয়েকজন সিজার রোগী থাকছে। যাতে হসপিটাল চলছে না। তাই তাদের হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, তাদের ছাঁটাই করা হয়নি, ছুটি দেয়া হয়েছে।