চৌগাছায় কল্যাণ তহবিলে দান করছেন বিশিষ্টজনেরা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় করোনা মোকাবেলায় গঠিত কল্যাণ তহবিলে বেতন-ভাতার অর্ধেক দান করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় গঠিত কল্যাণ তহবিলে একমাসের সম্মানি ও বেতন-ভাতার অর্ধেক দান করেছেন উপজেলা চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান ও ইউএনও জাহিদুল ইসলাম।
শনিবার ৪ এপ্রিল উপজেলা পরিষদ সম্মেলন কে চৌগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। পরে কর্মহীনদের সহায়তায় একটি কল্যাণ তহবিল গঠন করা হয়। সিদ্ধান্ত হয়, ব্যক্তি উদ্যোগের সব দান-অনুদানের অর্থ এই তহবিলে প্রদান করা যাবে। গঠিত করোনা প্রতিরোধ কমিটি কর্মবিমুখ মানুষদের তালিকা ধরে বাড়ি-বাড়ি খাদ্য পৌঁছে দেবে। গঠিত তহবিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম তাদের একমাসের সম্মানি ও বেতন-ভাতার অর্ধেক টাকা দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান ২৫ হাজার, সাধারণ স¤পাদক চেয়ারম্যান মেহেদী মাছুদ চৌধুরী ২৫ হাজার, যুগ্ম স¤পাদক চেয়ারম্যান তবিবুর রহমান খান ২১ হাজার ৫ শ, সাংগঠনিক স¤পাদক চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ ১০ হাজার, দুইজন ইউপি চেয়ারম্যান ১০ হাজার টাকা করে ওই তহবিলে প্রদান করেন। পরে সুমন নামে এক ব্যক্তি ৫০ হাজার টাকা প্রদান করেন তহবিলে।