করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ৬জনকে জরিমানা

0

ডুমুরিয়া সংবাদদাতা॥করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ‍্যে অযৌক্তিক জনসমাগম রোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকল্পে শুক্রবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চুকনগর, নতুনরাস্তা এবং ডুমুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় ৬জন ব্যক্তিকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় এবং সড়ক পরিবহন আইন’২০১৮ এর ৬৬ ধারায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একাধিক ব্যক্তিকে সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগে আটক করে পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী
ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ। ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এবং ডুমুরিয়া থানার আওতাধীন মাগুরঘোনা পুলিশ ফাঁড়ির এ এস আই মাহাবুল ইসলাম, এ এস আই সোহেল ও সঙ্গীয় ফোর্স আদালতকে সহায়তা করেন।