লকডাউনের ২১ দিন কী প্ল্যান? EXCLUSIVE সানি লিওনি…

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের আতঙ্কে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় সবাইকেই বাড়িতে থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বেচ্ছায় গৃহবন্দি বা হোম কোয়ারানটিনে রয়েছেন বলিউডের তারকারাও। সানি লিওনিও রয়েছেন বাড়িতেই।
করোনার ত্রাস শুরু হওয়ার পর সানিই প্রথম সেলেব্রিটি যাঁকে মাস্ক পরে বহুবার দেখা গিয়েছে। স্বামী ড্যানিয়েল ওয়েবার, তিন সন্তান নিশা, নোয়াহ ও অ্যাশেরকে নিয়ে সুখের সংসার সানির। তারাও প্রত্যেকে বাড়িতে সারাক্ষণ মাস্ক পরে রয়েছেন বলে দাবি অভিনেত্রীর। তবে অন্য সময়েও যত ব্যস্ততাই থাকুক না কেন, সানি নিজে সন্তানদের প্রতিপালনের কাজ করেন। আর এই সময়টা একেবারেই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন প্রাক্তন পর্নস্টার।
ইটাইমসের সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সানি বলেছেন তাঁর ২১ দিনের কোয়ারানটিনের কাজকর্মের কথা। শুধু তাই নয়, অন্য অভিভাবকদেরও টিপস শেয়ার করেছেন অভিনেত্রী।
মারণ করোনাভাইরাসের আবহে কেমন চলছে জীবন?
সানি: এই করোনার কালবেলায় প্রতিটি মানুষের জীবন বদলে গিয়েছে। আমাদেরও তাই। বাড়িতে তিনটি বাচ্চা। আমি, ড্যানিয়েল ও ন্যানি সারাক্ষণ ঘরবাড়ি পরিষ্কার-সন্তানদের খাওয়ানো, তাদের সঙ্গে খেলা এসবই করছি। মাঝে মাঝে বিরক্ত লাগছে, কিন্তু এটা ছাড়া কোনও ভাবেই আমরা বাঁচতে পারব না।
অবসর তো কিছুটা হলেও পান, সেটা কীভাবে কাটান?
সানি: আমার অবসর পুরোটাই সন্তানদের জন্য। তাদেরকে ব্যস্ত রাখা, ঘর গোছানো, নিশার স্কুলের পড়াশোনা করানো, আর ছোটদের নাচ শেখানো। আমাদের টেরেসে একটা পুল আছে। সেখানে আমরা সবাই সুইমিং করি রোজ। মাঝে মাঝে আমরা সবাই একসঙ্গে রান্না করি। আর ওরা কাজ করলে সেটা আমার দেখতে দারুণ মজা হয়।