করোনা মোকাবিলায় ভুল পথে হাঁটছে ইতালি : বিজ্ঞানী

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস মোকাবিলায় ইতালির বর্তমান পদক্ষেপ কার্যত ফলপ্রসূ হচ্ছে না। থামছে না আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেখানে। সংক্রমণ কমাতে দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ। মারা গেছেন প্রায় ১১ হাজার মানুষ। পরিস্থিতি বিবেচনায় বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ইতালির নেয়া পদক্ষেপগুলো যথাযথ নয়।
সম্ভবত ভুল পথে হাঁটছে ইতালি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতালির বিশিষ্ট বিজ্ঞানী ও পাদুয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিষয়ক অধ্যাপক আন্দ্রেয়া ক্রিস্তানি রেডিও ক্যাপিটালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইতালির উচিৎ তাদের কৌশলে পরিবর্তন আনা। বিভিন্ন স্থানে কেন্দ্র স্থাপন করে সন্দেহভাজন আক্রান্তদের পরিবার থেকে আলাদা করে রাখা। ক্রিস্তানি বলেন, বেশিরভাগ নতুন আক্রান্তই তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন। মৃদু উপসর্গ দেখা দিয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে সেল্ফ-আইসোলেট করতে বলছে কর্তৃপক্ষ। এর বদলে তাদের নির্দিষ্ট কেন্দ্রে রাখা উচিৎ, পরিবার থেকে দূরে। যেমনটা চীনে করা হয়েছে। তিনি বলেন, কেউ কি প্রশ্ন তুলছে, এত কঠোর পদক্ষেপের পরও সমস্যাটা কোথায়? আমরা এত সংক্রমণ দেখছি কেন? তারা কি মানুষজনকে জিজ্ঞেস করছে, বাড়িতে অবস্থান করা অসুস্থরা অন্যদের সংক্রমিত করছে কিনা? আমাদের মতে, সংক্রমণ বাড়ি থেকেই হচ্ছে।