ফের দরপতনে চায়ের আন্তর্জাতিক বাজার

0

লোকসমাজ ডেস্ক॥ আন্তর্জাতিক বাজারে উত্থান-পতনের মধ্যে রয়েছে চায়ের গড় দাম। দুই মাসের মন্দা ভাব কাটিয়ে গত জানুয়ারিতে চাঙ্গা হয়ে উঠেছিল পানীয় পণ্যটির গড় দাম। তবে ফেব্রুয়ারিতে এসে চায়ের বাজার পরিস্থিতি ফের মন্দার মুখে পড়েছে। এ সময় চায়ের গড় দাম আগের মাসের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে গেছে। ইনডেক্স মুন্ডির তথ্য বিশ্লেষণ করে এ পরিস্থিতির কথা জানা গেছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ইন্টারন্যাশনাল টি কমিটি, আফ্রিকান টি ব্রোকার্স লিমিটেড, টি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব লন্ডন ও বিশ্বব্যাংক—এ চারটি প্রতিষ্ঠানের কাছে তথ্য সংগ্রহ ও সেটি বিশ্লেষণের পর তা থেকে আন্তর্জাতিক বাজারে চায়ের গড় দাম নিরূপণ করেছে ইনডেক্স মুন্ডি। এতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ২ ডলার ১১ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৮৬ শতাংশ কম। এর মধ্য দিয়ে এক মাসের ব্যবধানে ফের মন্দা ভাবে ফিরেছে চায়ের দাম।
এর আগে গত বছরের আগস্টে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ২ ডলার ১৩ সেন্ট। পরের মাসে পানীয় পণ্যটির গড় দাম বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ২ ডলার ২১ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৭৬ শতাংশ বেশি।
অক্টোবরেও প্রবৃদ্ধির ধারায় ছিল চায়ের বাজার। এ সময় আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম আগের মাসের তুলনায় ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২ ডলার ৩৪ সেন্টে উন্নীত হয়। এর মধ্য দিয়ে টানা তিন মাস আন্তর্জাতিক বাজারে চায়ের গড় দাম বাড়তির দিকে ছিল।
নভেম্বরে চায়ের দামে পতন দেখা দেয়। এ সময় প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়ায় ২ ডলার ২৬ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ কম। মন্দা ভাবের ধারাবাহিকতায় গত ডিসেম্বরে চায়ের গড় দাম আরো ২ দশমিক ২১ শতাংশ কমে কেজিপ্রতি ২ ডলার ২১ সেন্টে নেমে আসে।
ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী, পর পর দুই মাস মন্দাবস্থায় থাকার পর চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম ২ ডলার ২৯ সেন্টে উন্নীত হয়, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৬২ শতাংশ বেশি।
তবে এ পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। এক মাসের ব্যবধানে ফের মন্দার মুখে পড়েছে চায়ের দাম। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারত, কেনিয়া, শ্রীলংকা থেকে সরবরাহ বৃদ্ধি চায়ের দরপতনে প্রভাবক হিসেবে কাজ করেছে।