ফেব্রুয়ারিতে ভারতে উত্তোলন কমেছে ৬.৪%

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে অপরিশোধিত জ্বালানি তেলের অভ্যন্তরীণ উত্তোলনে ধস নেমেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন এক বছর আগের তুলনায় প্রায় সাড়ে ৬ শতাংশ কমেছে। এ সময় ভারতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের উত্তোলন কমিয়েছে। তবে সরকার নিয়ন্ত্রিত কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ৪ শতাংশের বেশি বেড়েছে। ভারতের মিনিস্ট্রি অব পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময় ভারতে প্রাকৃতিক গ্যাসের উত্তোলনেও মন্দা ভাব বজায় ছিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস।
অপরিশোধিত জ্বালানি তেল খাতে ভারত মূলত আমদানিনির্ভর দেশ। তবে দেশটির নিজস্ব কূপগুলো থেকেও জ্বালানি পণ্যটি উত্তোলন হয়। বিশেষত রাজস্থান, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে ভারতের উৎপাদনশীল কিছু তেল কূপ রয়েছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ২৩ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪১ শতাংশ কম। গত বছরের একই মাসে দেশটিতে মোট ২৫ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ভারতের নিজস্ব কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে ১ লাখ ৭০ হাজার টন।
এ সময় ভারতের বেসরকারি কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন অনেকটাই কম ছিল। তবে চাঙ্গা ভাব বজায় ছিল সরকার নিয়ন্ত্রিত কূপগুলোয়। ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওএনজিসির কূপগুলো থেকে ১৬ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৪ শতাংশ বেশি।
অন্যদিকে ভারত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির বেসরকারি কূপগুলো থেকে সব মিলিয়ে ৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে বেসরকারি কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ৩২ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে রাজস্থানের কূপগুলো থেকেই এক বছরের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ৩২ দশমিক ৩ শতাংশ কমে গেছে।
রাজস্থানে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে যুক্ত রয়েছে ভেদান্ত লিমিটেড। গত ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির আওতাধীন কূপগুলোয় উত্তোলন বন্ধ রয়েছে। মূলত বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় সাময়িক উত্তোলন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। এপ্রিলে ফের উত্তোলনে যাওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন কূপগুলোর।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি অয়েল ইন্ডিয়া লিমিটেডের কূপগুলো থেকে সাকল্যে ২ লাখ ৪০ হাজার ২৬০ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৩ শতাংশ কম।
এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি গত ফেব্রুয়ারিতে ভারতে প্রাকৃতিক গ্যাসের উত্তোলনও আগের তুলনায় কমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত মাসে ওএনজিসির নিজস্ব কূপগুলো থেকে সব মিলিয়ে ২২০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম।
ভারতে এপ্রিল মাস থেকে নতুন অর্থবছর শুরু হয়। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি) দেশটিতে সব মিলিয়ে ২ হাজার ৮৭০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কম। একই সময়ে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ৬ শতাংশ কমে ২ কোটি ৯৪ লাখ টনে নেমে এসেছে।