বাগেরহাট যৌনপল¬ীতে এক মাসের খাবার বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের একমাত্র যৌনপল্লীর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌনপল্লীর কর্মীদের বর্তমান করোনা পরিস্থিতি বুঝিয়ে বললে তারা স্ব-ইচ্ছায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা করেন। পরে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময়, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরমেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, তানিয়া খাতুন, যুব মহিলা লীগের আহবায়ক লুনা সিদ্দিকী, বাগেরহাট ফাউন্ডেশনের সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, পৗর মহিলা লীগ সম্পাদক সাদিয়া আফরোজ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক ডাবলু সরদার উপস্থিত ছিলেন। যৌনপল্লীর সরদার নাসরিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা গত ১৫ দিন ধরে সচেতন রয়েছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন আমাদের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য বলেন। আমাদের সকল কার্যক্রম আপাতত বন্ধ রেখেছি। তবে যে সহযোগিতা করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আরও বেশি সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।