আবারো

0

লোকসমাজ ডেস্ক॥ জাকিয়া বারী মম মানেই বৈচিত্র্য আর ব্যতিক্রমে ভরপুর কিছু। এমন কথা প্রযোজ্য নির্মাতা সাগর জাহানের ক্ষেত্রেও। দু’জনের একত্রিত প্রজেক্ট তাই বরাবরই পেয়ে থাকে ভিন্নমাত্রা। সম্প্রতি আবারো সাগর জাহানের নির্মাণে তেমন দু’টি প্রজেক্টে কাজ করলেন মম। প্রজেক্ট দু’টি হচ্ছে বৈশাখের বিশেষ নাটক ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’। মমর বিপরীতে দু’টি নাটকেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘এক বৈশাখী ভোরে’ মমর বিপরীতে মোশাররফ অভিনয় করেছেন শাহীন চরিত্রে এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে তার চরিত্রের নাম তমাল। দু’টি নাটকের গল্প প্রসঙ্গে সাগর জাহান জানান, ‘এক বৈশাখী ভোরে’ নাটকের গল্পে দেখা যাবে রূপাকে তার পরিবার বয়স্ক একজন লোকের সঙ্গে বিয়ে দিতে চায়।
কিন্তু রূপা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে চায়। পালিয়ে গাড়ি ঠিক করতে গিয়ে রূপার দেখা হয় সিএনজি চালক শাহীনের সঙ্গে। এগিয়ে যায় গল্প। আর ‘বনলতা ও জোনাকির গল্প’ নাটকে দেখা যাবে শহর থেকে এক অজ পাড়াগাঁয়ে নানুর বাড়িতে বেড়াতে আসে জোনাকি। সেখানে এসে দেখা হয় গ্রামের শিক্ষিত সচেতন আত্নবিশ্বাসী তরুণ তমালের সঙ্গে। গ্রামের ছেলেদের শিক্ষিত সচেতন করে তুলতে শুধু একদিনের জন্য নয়, সারাজীবনের জন্য তমাল তার পাশে চায় জোনাকিকে। তমালের প্রেমিকা ছিলো বনলতা। হারিয়ে যাওয়া বনলতাকেই তমাল খুঁজে পেতে চায় জোনাকির মাঝে। নাটক দু’টিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, সাগর জাহান ভাই আমার প্রিয় নাট্যকার এবং নির্মাতাদের মধ্যে অন্যতম একজন। তার গল্প আমার যেমন ভালোলাগে ঠিক তেমনি তার নির্দেশনাও খুব ভালোলাগে আমার। সাগর ভাই অনেক যত্ন নিয়ে গুছিয়ে কাজ করেন। তার নির্দেশনায় সর্বশেষ ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ নাটকে কাজ করেছিলাম। নতুন যে দু’টি নাটকে অভিনয় করেছি সেগুলোর গল্প খুব সুন্দর। আর সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই থাকা মানেই অভিনয়ে কিছু নতুন অভিজ্ঞতা যুক্ত হওয়া। সাগর জাহান জানান, আগামী পহেলা বৈশাখে দু’টি নাটকই ভিন্ন দু’টি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।