চৌগাছায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় শাপলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মহেশপুর উপজেলার বাথানগাছি-বেলেমাঠ গ্রামের রিপন হোসেনের মেয়ে। শাপলা চৌগাছা উপজেলার নারায়ণপুর বাহারাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে শাপলার মায়ের সাথে বাবার বিচ্ছেদ হয়। এ কারণে শাপলা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর থেকে সে চৌগাছা উপজেলার পেটভরা গ্রামে নানা মুনছুর আলীর বাড়িতে থেকে নারায়ণপুর বাহারাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে লেখাপড়া করত। তার মা ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। নারায়ণপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি বুধবার বিকেল থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহ¯পতিবার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের পাড়ে একটি গাছে লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে চৌগাছা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে’। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।