করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার যবিপ্রবিতে

0

যবিপ্রবি সংবাদদাতা॥ বিশ^জুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেছেন, এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। সুতরাং এ রোগের প্রাদুর্ভাব প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি। বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ^বিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উপাচার্য বলেন, করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায়। সুতরাং এ ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এর ‘রুট অব ট্রান্সমিশন’ বন্ধ করতে হবে। সরকার ইতিমধ্যে এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমেও এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু আমরা সচেতন না হলে কোনো কিছুই কাজে আসবে না। তিনি বলেন, শীত প্রধান অঞ্চলে এ রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। উষ্ণপ্রধান অঞ্চলে এ রোগের বিস্তারের ঝুঁকি কম। কিন্তু ঝুঁকিমুক্ত নয়। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন ভবনের প্রবেশপথে জীবাণুনাশক সরবরাহ করা হয়েছে। বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্যকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে সভাপতিত্ব করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ। বক্তব্য রাখেন যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল ও ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। সেমিনার পরিচালনা করেন যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ইয়াসমিন।