লাঙ্গলে ভোট দিলে শান্তিতে থাকবে জনগণ

0

লোকসমাজ ডেস্ক ॥ ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে লাঙ্গল মার্কা জয়ী হবে মন্তব্য করে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মো. শাহজাহান বলেছেন, জনগণ লাঙ্গলে ভোট দিলে শান্তিতে থাকবে বুধবার দিনব্যাপী ঢাকা-১০ নির্বাচনী এলাকায় লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সকালে তিনি পান্থপথ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর কালভার্ট রোড, কাঠাল বাগান, থানা রোড, গ্রীনরোড, ভূতের গলি, স্টাফ কোয়ার্টার ও শুক্রাবাদ বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন হাজী মো. শাহজাহান।
তিনি বলেন, জনগণ জাতীয় পার্টির শাসনামলে নিরাপত্তাহীনতায় ভোগেনি। মানুষ শান্তিতে ছিল। মানুষের মনে উৎকণ্ঠা ছিল না। ভোটাররা সেই আমলে ফিরে যেতে চায়। হাজী শাহজাহান বলেন, অবাধ ও নিরপক্ষে ভোট নিয়ে জনমনে এখনও সংশয় রয়ে গেছে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে। সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে ফিরিয়ে আনতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণসংযোগকালে তিনি দুটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সাঈদ, কলাবাগান থানা সভাপতি অপু সিকদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন, ধানমন্ডি থানা সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, হাজারিবাগ থানা সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক, আব্দুল মালেক, নুর হোসেন, কামরুল ইসলাম নোমানী, দুর্জয় ফরাজী, আবুল হোসেন, দেলোয়ার হোসেনসহ স্থানীয় জাপার নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশ নেন।