মনিরামপুরে তিন নেতাকে বিএনপির সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপু উপজেলার কৃতী সন্তান আসাদুজ্জামান আসাদ যশোর জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জিয়াউল হক জিয়া স্বেচ্ছাসেবক দলের সহসাংঠনিক সম্পাদক এবং আকরাম হোসেন শ্রমিক দলের সদস্য নির্বাচিত হওয়ায় থানা, পৌর এবং খেদাপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সস্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবর রহমান, আলমগীর হোসেন, নজমুছ শাহাদাতসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। জেলা কমিটির নবনির্বাচিত এ তিন নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।