খাদ্য অধিদফতরে সাংবাদিক প্রবেশে বাধা

0

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর খাদ্য অধিদফতরে সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার আব্দুল গণি রোডে অধিদফতরে দু’জন সিনিয়র সাংবাদিক কর্মচারীদের বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছেন। সোমবার বেলা ১১টায় দুটি জাতীয় দৈনিকের দুজন সিনিয়র সাংবাদিক খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদের সঙ্গে দেখা করার জন্য অধিদফতরে যান। ওই দুই সাংবাদিককে নাম, ঠিকানা ও সাক্ষাতের উদ্দেশ্য লিপিবদ্ধ করতে বলা হলে তারা সব নিয়ম মেনেই অধিদফতরে প্রবেশ করেন। কিন্তু মহাপরিচালক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ওই দুই সাংবাদিক অন্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে মহাপরিচালক ফ্রি হলে তার সঙ্গে দেখা করতে যান ওই দুই সাংবাদিক। কিন্তু মহাপরিচালকের দফতর থেকে বলা হয়, তিনি অন্য একটি বৈঠকে অংশ নিতে খাদ্য মন্ত্রণালয়ে যাবেন। তারা মহাপরিচালকের একান্ত সচিব হারুন অর রশিদের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। এ সময় পিএস জানান, ডিজি ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা করা সম্ভব না। তিনি পরবর্তী সময়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর ওই দুই সাংবাদিক ডিজির দফতর থেকে বের হয়ে আসেন। এ সময় ডিজির দফতরের সামনে স্থাপিত নতুন ইলেকট্রনিক গেটে দায়িত্বপালনরত জসীম উদ্দীন ও এম এ জলিল সাংবাদিকদের পথরোধ করে জেরা করেন। তারা সাংবাদিকদের কাছে ডিজির কথা বলে অন্য কর্মকর্তাদের রুমে যাওয়ার কৈফিয়ত চান। ডিজির রুমে বললে ডিজির রুমেই যেতে হবে। আপনারা অন্য কর্মকর্তাদের রুমে যাওয়ার জন্য পরিচালক প্রশাসনের দফতর থেকে চার্জ করা হয়েছে। কেন প্রবেশ করতে দিয়েছি সে জন্য আমাদের গালমন্দ করা হয়েছে। একইসঙ্গে বলে দেয়া হয়েছে ভবিষ্যতে কোনো সাংবাদিককেই খাদ্য অধিদফতরে প্রবেশের অনুমতি না দেয়ার জন্য। এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘গেটে দায়িত্বপালনরত দুই কর্মচারী সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন সেটা শোভন হয়নি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করছি না। আমাদের লুকানোর কিছু নেই।’