নওয়াপাড়া রেলস্টেশনে বাস্তুহারাবাসীর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন,সমাবেশ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের সরকারি জমি থেকে বস্তি উচ্ছেদ অভিযান বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বাস্তুহারাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছেন। নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল ৯টা থেকে নওয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মের সামনে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে। এ সময় বাস্তুহারাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনর্বাসনের দাবি করেন।
অভয়নগর উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নূর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রবিন অধিকারি ব্যাচা, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, পৌর বাস্তুহারা লীগের সভাপতি লুৎফর সানা, পৌর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক বাবু শিকদার, বাস্তুহারাবাসীর পক্ষে রোকন শেখ, আদিল, মিজানুর রহমান ডালিম, জাহিদ মোল্যা, রাজিয়া বেগম, রোকেয়া খাতুন প্রমুখ। সহ¯্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণকারী বাস্তুহারাবাসী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখে তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন।