পুলিশ বক্সে বিস্ফোরণ : ‘নাশকতা’ দেখছে আইনশৃঙ্খলা বাহিনী

0

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডি। এছাড়া ঢাকা থেকে আসছে বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরাও। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট ট্রাফিক বক্সে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপর সড়কের সিগন্যাল বাতির মেশিন থেকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হলেও, পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করে পুলিশ।
বিস্ফোরণে আহতরা হলেন- ট্রাফিক সার্জেন্ট আরাফাত, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউদ্দিন, স্থানীয় দুই যুবক জাহিদ বিন জাহাঙ্গীর ও মো. সুমন এবং আনুমানিক ১০ বছর বয়সী এক শিশু। আহত দুই পুলিশসহ তিনজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জাগো নিউজকে বলেন, ‘বিস্ফোরণের পর প্রাথমিকভাবে বিষয়টিকে বৈদ্যুতিক গোলযোগ বলে ধারণা করেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে বড় ধরনের বিস্ফোরণ বলে শনাক্ত করেছে। ইতোমধ্যে বিস্ফোরকের আলামত পাওয়া গেছে। ঘটনার তদন্তে ঢাকা থেকে বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা আসছেন। ধারণা করছি এটি পরিকল্পিত নাশকতা।’