আ.লীগ প্রার্থীর সভায় হামলা, বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মামলা

0

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রাম নগরের সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সভায় হামলার ঘটনায় বর্তমান কাউন্সিলর ও তার ছেলেসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। হামলার শিকার কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন বাদী হয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর, তার ছেলে মো. ফারুক আহমেদ অপু, জাহিদুল আলম মুরাদ, রনি, জনি, টিংকু, তারেক, সামিউল আলম সবিত, সাইফুল ইসলাম, রবিউল হক টুকু ও নিজাম উদ্দিন মুন্না।
ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. জহির হোসেন জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৩২৫, ৪২৭, ১০৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি। তাই এবার আওয়ামী লীগের সমর্থন পাননি তিনি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবের আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতপরশু ঝর্ণাপাড়া এলাকায় নিজ বাসার উঠানে নারীকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করছিলেন আওয়ামী লীগ প্রার্থী। এমন সময় সাবের আহমেদের নামে স্লোগান দিতে দিতে কয়েকজন যুবক সভায় এসে হামলা করে। হামলায় আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।