তিন ছাত্র-ছাত্রীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার॥ পৃথক ঘটনায় স্কুল ও কলেজের তিন ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃতদের স্বজন ও পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ফাহমিদা রহমান উর্মি (২২) নামে এক কলেজছাত্রী ঘরের ভেতর বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাহমিদা রহমান যশোর উপশহর ৬ নং সেক্টরের হাফিজুর রহমানের কন্যা।
মৃতার আত্মীয় যশোর পৌরসভার কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ ও পুলিশ জানিয়েছেন, ফাহমিদা রহমান উর্মি যশোর মুসলিম এইড ইন্সটিটিউট অবে টকনোলজির কম্পিউটার সায়েন্স সেমিস্টারের ছাত্রী। কিছুদিন যাবত ফাহমিদা রহমান মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ২য় তলায় তিনি অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েন। এরপর রাতে ঘরের ভেতর বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাদহ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র সজিব হোসেন (১৮) ঘরের ভেতর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে বিরামপুর শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। পারিবারিক গোলযোগের জের ধরে সজিব হোসেন গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকোলা গ্রামের কৃষ্ণপদ’র কন্যা ইথিকা বিশ্বাস (১৯) রাতে গলায় ফাঁস দেন। গভীর রাতে চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইথিকা বিশ্বাস কালীগঞ্জ কলেজের এইচএসসি’র ছাত্রী। তার পিতা কৃষ্ণপদ জানান, ইথিকা মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।