চৌগাছায় নকল ওষুধ বিক্রির অভিযোগে দু ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার সিংহঝুলী গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিল্লাল হোসেন ও চাঁদপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তুহিন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঝিকরগাছা সড়কের খান ফার্মেসিতে জৈনক ব্যক্তি ইনসেপ্টা গ্রুপের মনটেয়ার-১০ ওষুধ কিনতে যান। এ সময় দোকানদার বিল্লাল হোসেন তার কাছে ইনসেপ্টা গ্রুপের লোগো ও প্যাকেট সম্বলিত ভুয়া কোম্পানির একই নামের ওষুধ দেন। ওষুধের দাম ৫ টাকা চাওয়ায় ক্রেতার সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসা করলে দোকানদার বলেন, একই ওষুধ কিন্তু কোম্পানি ভিন্ন, সমস্যা নেই আপনি নিয়ে যান। এ সময় ওই ব্যক্তি আর কোন কথা না বলে চৌগাছা থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি খুলে বলেন। তার অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই বিপ্লব রায়, নজরুল ইসলাম, এএসআই মান্নানসহ সঙ্গীয় ফোর্স খাঁন ফার্মেসিতে অভিযান চালিয়ে নকল ওষুধসহ মালিক বিল্লাল হোসেনকে আটক করেন। বিল্লাল হোসেনের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাজারের মা ফামের্সিতে অভিযান চালিয়ে সেখান থেকেও নকল ওষুধসহ ফার্মেসি মালিক তুহিন বিশ্বাসকে আটক করে থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজির বলেন, নকল ওষুধসহ দুই ফার্মেসি মালিককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।