ফুলতলায় নছিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় নছিমনের ধাক্কায় ইয়াছিন মোড়ল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার বেলা সোয়া ১১টায় উপজেলার গাড়াখোলা পশ্চিমপাড়া এলাকায়। সে ওই এলাকার দিনমজুর মফিজুর রহমানের একমাত্র পুত্র। পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় মা’র হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশু ইয়াছিন। এ সময় বেজেরডাঙ্গাগামী নছিমন তাকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।