শার্শা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদ ইন্তিকাল করেছেন। তিনি সোমবার আসর নামাজের পর বড়বাড়িয়া নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে ইব্রাহিম খলিল জানান, সোমবার বিকেলে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাড়িতে এসে উপর থেকে কোরআন শরীফ পাড়তে গিয়ে তিনি পড়ে যান। এ অবস্থায় ঘরের মধ্যেই আব্দুল হামিদ ইন্তিকাল করেন। মঙ্গলবার বেলা ১১ টায় বড়বাড়িয়া ঈদগাহ্ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আব্দুল হামিদ ৮ নম্বর বড়বাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও উলাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। মরহুমের নামাজে জানাজায় উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা খোকন, সহ-সাধারণ সম্পাদক মো. জামাত আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, বিএনপি নেতা আনোয়ার হোসেন আশা মেম্বার, নজরুল ইসলাম, জামায়াত নেতা ডা. আমিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। নামাজে জানাজা পরিচালনা করেন বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. মোহাম্মদ হাফিজুর রহমান।