উপশহরে হোমিওপ্যাথির আউটডোর সেবা উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর উপশহর মানসী সিনেমা হল মার্কেটে ইন্সটিটিউট অব বিয়েল হোমিওপ্যাথি আইআরএইচ আউটডোর সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগর আলী, মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন, এসএম বিপ্লব সুলতান বিপু, জসিম উদ্দিন, মেম্বর, জহির হোসেন, সাবেক মেম্বর মশিউর রহমান, বাবুল হোসেন। বক্তব্য রাখেন ডা. এএইচ জাহিদ, ডা. জিএম ওয়াহিদুর রহমান, ডা. শামসুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন আউটডোর সেবার পরিচালক মো. কাজী আজম। সভাপতিত্ব করেন ডা. মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মো. রফিকুল ইসলাম রতন। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী দেখা হবে।