মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনার পাশাপাশি প্রতি উপজেলা হতে গড়ে ১ হাজার যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও দতা শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। রবিবার অফিসার্স কাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করে। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজন সেমিনারে অংশগ্রহণ করেন।