ধীরাজ ভট্টাচার্যের জন্মদিন পালন কেশবপুরে

0

স্টাফ রিপোর্টার, (কেশবপুর) যশোর ॥ শুক্রবার যশোরের কেশবপুরে সাহিত্যিক ও অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘আমরা সাজাবো কেশবপুর’ সংগঠনের উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক স¤পাদক উৎপল দে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক সুশান্ত মল্লিক, সংগঠনের যুগ্ম স¤পাদক মোজাফফর হোসাইন, সাংগঠনিক স¤পাদক শেখ শহিদুল্লাহ, দপ্তর স¤পাদক তুহিন হোসেন, সদস্য ইনামুল হাসান নাইম, মুনজুর রহমান, শফিকুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।