নওয়াপাড়ায় সাবেক মুহতামীমের বিরুদ্ধে মাদরাসার নামে চাঁদা আদায়ের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মডেল কলেজ রোডে অবস্থিত নওয়াপাড়া হযরত আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা ও এতিমখানার নামে রশিদ কেটে চাঁদা আদায় করা হচ্ছে। সম্প্রতি মাদরাসা থেকে অপসারিত সাবেক মুহতামীম মাওলানা জয়নুল আবেদীনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মো. আবদুস সালাম শেখ শনিবার রাতে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, নওয়াপাড়া হযরত আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা ও এতিমখানাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। গত ৫ জানুয়ারি এলাকাবাসীর উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে ওই মাদরাসার তৎকালীন মুহতামীম মাওলানা জয়নুল আবেদীনকে দুর্নীতি ও নারী কেলেংকারির দায়ে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। ওইদিনই তাকে মাদরাসা থেকে অবসর দেয়া হলেও তিনি নওয়াপাড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাদরাসার নামে চাঁদা আদায় অব্যাহত রাখেন। গত ৩ ফেব্রুয়ারি অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন থেকে নওয়াপাড়া হযরত আয়শা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা ও এতিমখানার নামে রশিদ কেটে দু শ টাকা চাঁদা আদায় করেন তিনি। এছাড়া অভয়নগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে তিনি চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, সাবেক মুহতামীম মাওলানা জয়নুল আবেদীন নওয়াপাড়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে ওই মাদরাসার নামে হাজার হাজার টাকা চাঁদা আদায় করে মাদরাসার ভাবমূর্তি ক্ষুন্ন এবং বর্তমান পরিচালনা কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ধরণের একজন চাঁদাবাজের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে অভিযোগপত্রে।