খাজুরায় জাগরণী চক্রের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

0

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির আয়োজনে যশোরের খাজুরা কিশোর-কিশোরী কাবে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ কার্যক্রম। শুক্রবার খাজুরা কিশোরী কাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এসব কার্যক্রমে অংশ নেয় খাজুরা কিশোর ও কিশোরী কাবের সদস্যসহ স্থানীয়রা। দুপুরে জাগরণী চক্র ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসপিও) জুবায়ের আহমেদের উপস্থিতিতে উঠান বৈঠকের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিনামূল্যে কাব সদস্য ও স্থানীয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া কাব সদস্য ও তাদের পরিবার সদস্যদের মধ্যে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাজুরা কিশোর কাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (জন), সভাপতি সজল মিয়া, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কিশোরী কাবের সভাপতি মুন্নী ইয়াসমিন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, জেসিএফ কৈশোর কর্মসূচি মাগুরার প্রোগ্রাম অফিসার অমিত কুমার ও রাবেয়া খাতুন। সমগ্র আয়োজনে সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বিজ্ঞপ্তি