ফুলতলায় করিমুন্নেছা স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে রোববার স্কুল চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. সফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মৃনাল হাজরা, সমাজসেবক ফজলে খোদা বাচ্চু, প্রেসকাবের সভাপতি তাপস কুমার বিশ্বাস ও প্রভাষক সঞ্জয় বোস। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ বিশ্বনাথ কুন্ডু। শিক্ষক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ী শেখ মতলেব হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান সরদার, সাবেক প্রধান শিক্ষক সরদার নুরুজ্জামান, মো. সালাউদ্দিন বাবু, গাজী নজরুল ইসলাম, ইকবাল মোল্যা, শিবলী মোল্যা, শিক্ষক প্রভাংশু মল্লিক, মো. ছবেদ আলী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।