বাগেরহাটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা অবহিতকরণ সভা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে যুক্তরাজ্যসরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এরআর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিকতত্ত্বাবধানে“সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিভিল সার্জন- কে.এম. হুমায়ুন কবির। বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম শিপনের সভাপতিত্বে বক্তব্য দেন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী, কাউন্সিলর তানিয়া খাতুন, রেজাউর রহমান মন্টু, কেএমএসএস এর ডিভিশনাল প্রোগ্রাম কো-আর্ডিনেটর নরেশ চন্দ্র দাস, মো: মহিউদ্দিন রিপন প্রমুখ। এছাড়া বাগেরহাট জেলার সমাজসেবা কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরগন, এনজিও প্রতিনিধী এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মীরাসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের আয়োজন করেন খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস)।