মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত শিশু সুস্থ, হাসপাতাল ছাড়ার অনুমতি

0

লোকসমাজ ডেস্ক॥ মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪ বছর বয়সী একটি কন্যাশিশু চিকিৎসায় সুস্থ হয়েছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এর ফলে করোনা ভাইরাস চিকিৎসায় সারানো যায় বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন নিউ স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, মালয়েশিয়ায় ১০ জন রোগির দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। তার মধ্যে প্রথমেই ওই কন্যাশিশুটি চিকিৎসায় সুস্থ হয়েছে। সে এবং বাকি ৯ জনই চীনা নাগরিক। ডা. নূর হিশাম বলেছেন, ওই কন্যাশিশুটিকে ভর্তি করানো হয়েছিল লাঙ্কাবিতে সুলতানা মালিহা হাসপাতালে।
২৯শে জানুয়ারি থেকে তাকে সবার থেকে আলাদা করে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। দু’বার তার দেহে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তাতে নেগেটিভ ফল এসেছে। ওই শিশুটি এখন সুস্থ আছে। তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এই চিকিৎসা বলে দেয় যে, এবারের করোনা ভাইরাস সংক্রমণ চিকিৎসায় ভাল হয় এবং রোগি পুরোপুরি সুস্থ হন। চীনে যে কয়েক হাজার মানুষ এই রোগে আক্রান্ত এই একই চিকিৎসায় তারাও ভাল হতে পারেন। তার মতে, এবারের করোনা ভাইরাস নিয়ে জনমনে এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে, এই ভাইরাস প্রাণঘাতী। এর কোনো চিকিৎসা নেই। ওদিকে চীনের স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, রোববার সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে মোট ৪৭৫ জন রোগিকে ছেড়ে দেয়া হয়েছে।